• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গফরগাঁওয়ে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১৮:৫৭
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা কুরচাই গ্রামে যতিশ চন্দ্র দাস (৮০) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাপাসিয়া উপজেলার টোক নরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে এই মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

    নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতিশ চন্দ্র দাস প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে নিহতের বড় ছেলে স্কুল শিক্ষক রতিন্দ্র চন্দ্র দাস তার বাবাকে দীর্ঘক্ষন ডাকার পরেও কোন সাড়া না পেয়ে বাড়ির অন্য লোকজনের সহায়তায় বসত ঘরের দরজা ভাঙ্গেন। পরে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধ যতিশ চন্দ্র দাসকে উদ্ধার করে।

    নিহতের বড় ছেলে শিক্ষক রতিন্দ্র চন্দ্র দাস দাবী করেন বলেন, তারা বাবা দীর্ঘদিন যাবত অনেকটাই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close