• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে পদ্মায় ডুবে কলেজ ছাত্র নিখোঁজ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২১:৩২
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী পদ্মায় ডুবে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্রের নাম আসিফ আল মাসুদ মৃন্ময়। সে রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি নগরের একটি ছাত্রাবাসে থেকে লেখা পড়া করে।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে শিমলা এলাকায় পদ্মা নদীর মধ্য চরের পাশে নৌকা থেকে পড়ে দিয়ে তিনি নিখোঁজ হন।

সম্পর্কিত খবর

    ঘটনার পর তাকে উদ্ধারে দমকল বিভাগের ডুবরি টিম কাজ শুরু করে বলে জানান রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ। মৃন্ময় নিখোঁজের খবর পেয়ে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা ছুটে যান পদ্মা পাড়ে।

    ওসি হাফিজুর রহমান জানান, মডেল স্কুল এন্ড কলেজের ছয় শিক্ষার্থী পদ্মা নদীতে বেড়াতে যায়। এদের মধ্যে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী। তারা একটি নৌকা ভাড়া নিয়ে ঘুরছিল। এ সময় মৃন্ময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যায়। সে সাঁতার জানতো না বলে তার সহপাঠিরা জানিয়েছে।

    নৌকার মাঝি রকি জানান, নৌকার সামনের মাথায় দাঁড়িয়ে ছবি তুলছিল। এ সময় পা ফসকে পানিতে পড়ে যায়। দুই ছাত্রসহ তিনি পানিতে নেমে তাকে তুলতে চেষ্টা করেছি। কিন্তু দুই ছাত্রের মধ্যে একজন সাঁতার জানে না। তাকে রক্ষা করতে গিয়ে মৃন্ময় পানিতে তলিয়ে যায়। পড়ে পাড়ে এসে দমকল কর্মীদের খবর দেয়া হয় বলে জানান রকি।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close