• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেনি ইবি ছাত্রলীগ

প্রকাশ:  ১৭ মে ২০১৮, ২০:১৬
ইবি প্রতিনিধি

আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বৃহস্পতিবার (১৭ মে)। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নির্মমভাবে নিহত হন। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

জাতির ইতিহাসের এ বিষাদময় ঘটনার সময় স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে স্বামী ও বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। পরে দীর্ঘ প্রবাসজীবন শেষে ভারত হয়ে ১৯৮১ সালের ১৭ মে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন তিনি।

শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ অন্যান্য অংঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোন কর্মসূচী পালন করেনি। এ নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগের এককর্মী বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মত এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পালন না করা ছাত্রলীগের জন্য বড় ব্যর্থতা। যেদিনে জননেত্রী শেখ হাসিনা নির্বাসিত জীবন সমাপ্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশে ফেরেন এবং বর্তমানে তিনি সে লক্ষে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং ছাত্রলীগ নেতৃবৃন্দের এই দিবসটি গুরুত্বে সহিত পালন করা উচিত ছিল বলে আমি মনে করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকার কারনে এটি পালন করা সম্ভব হয়নি। তবে ছুটির পর এটি পালন করা হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এ বিষয়ে বলেন, ‘বর্তমানে ক্যাম্পাস ছুটি থাকায় নেতাকর্মীদের মধ্যে অনেকেই ক্যাম্পাসে নেই। যে কারনে আজকের এই দিবসটি পালন করা সম্ভব হয়নি। তবে আমি আমি ব্যাক্তিগতভাবে ঝিনাইদহ জেলা প্রোগ্রামে যোগদান করেছিলাম।’

ওএফ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন,দিবস পালন করেনি ইবি ছাত্রলীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close