• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জে মরণ নেশা ইয়াবায় সয়লাব

প্রকাশ:  ২০ মে ২০১৮, ১৭:১৬ | আপডেট : ২০ মে ২০১৮, ১৭:২৪
কামরুল হাসান (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, সবখানেই মরণ নেশা ইয়াবায় সয়লাব। মাদকের আগ্রাসনে বিপথে যাচ্ছে তরুণ সমাজ। হাত বাড়ালেই মিলছে ইয়াবা। আকারে ছোট হওয়ায় পকেটে রেখেই মাদক ব্যবসায়ীরা অবাধে বিক্রি করছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, হবিগঞ্জে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রয়েছে প্রায় ৩০ জন, খুচরা বিক্রেতা শতাধিক।

সম্পর্কিত খবর

    সংস্থাটি জানায়- জেলার ৯টি উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ হচ্ছে। সিন্ডিকেটের মধ্যে প্রভাবশালী ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও হারবাল চিকিৎসক জড়িত।

    সূত্র জানায়, জেলা শহরের কোর্টস্টেশন রোডে একটি হারবাল চিকিৎসালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোকজন অভিযান পরিচালনা করে ভারতীয় কিছু মাদক উদ্ধার করেছিলেন, তবে তাদের কাছে তথ্য ছিল এখানে ইয়াবা রেখে ব্যবসা করা হয়।

    মাদক ব্যবসায়ীদের তালিকার মধ্যে রয়েছে- সদর উপজেলার সৈয়দ আলী, রহমত আলী, হান্নান মিয়া, জলিল মিয়া, নাটা সেলিম, নয়ন, হাসিন মিয়া, সুজন, শিপন ও কাজল মিয়া। মাধবপুর উপজেলায় জয়নাল আবেদীন, মাসুক মিয়া, রতন মিয়া।

    চুনারুঘাট উপজেলায় সাদেক মিয়া, আউয়াল, মুহিত, জুয়েল, ওয়াসিম, করিম। বাহুবল উপজেলায় জলফু মিয়া, কাজল মিয়া, আজিজুর রহমান রউফ। নবীগঞ্জে আব্দুল হাই, অনু মিয়া, মালকাছ উদ্দিন। বানিয়চঙ্গ উপজেলায় মাসুক মিয়া, রেনু মিয়া, জিলাই মিয়া, সেলিম মিয়া।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় কামাল মিয়া, হিরু মিয়া, কমলা বেগম, আবদাল মিয়া, শাহীন মিয়া। উল্লেখিতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের তালিকায় রয়েছে আরো অনেক মাদক ব্যবসায়ীদের নাম।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক তানভির হোসেন খান বলেন, চলতি বছরের জানুয়ারী-মার্চ এই ৩ মাসে ৬৫টি অভিযান চালিয়ে গাঁজা, মদ, ইয়াবাসহ ৪২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। ইয়াবা উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই হাজার।

    তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রতিদিনই কোন না কোন উপজেলায় অভিযান পরিচালানা করা হচ্ছে।

    এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযানে প্রতিনিয়তই ইয়াবাসহ মাদক বিক্রেতাদের আটক করা হচ্ছে।

    জেলা বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্তত শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে আইনশৃংড়খলা বাহিনী আটক করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবাও উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশের ওসি মোঃ শাহ আলম জানান, হবিগঞ্জের প্রায় কয়েকশ লোক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। প্রভাবশালীদের ছত্রছায়ার তারা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাসে ৭ দিন মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়, এ সময় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হচ্ছে। যখন যেখানে ইয়াবা ব্যবসায়ীদের সংবাদ পাই সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করছি।

    সূত্র জানায়- মাদক ব্যবসায়ীরা মাছ, চানাচুরের প্যাকেট, আসবাবপত্রের জয়েন্ট, মোটরসাইকেল, গাড়ির বিভিন্ন অংশ, এলপি গ্যাস সিলিন্ডার, সুপারি, ক্যামেরা, মোবাইল সেট, কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন পদ্ধতিতে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে ইয়াবা। বর্তমানে নারীরাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে।

    ওএফ

    হবিগঞ্জ মরণ নেশা,ইয়াবায় সয়লাব

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close