• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খাদ্য গুদামে সরকারি মূল্যে চাল সংগ্রহ শুরু

প্রকাশ:  ২১ মে ২০১৮, ১৮:৩১
ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব খাদ্য গুদামে সরকারি মূল্যে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মে মাসের প্রথম সপ্তাহ থেকে এই চাল সংগ্রহ শুরু হয়। এবার ভৈরব গুদামে চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা ১ হাজার ৭শ’ মেঃ টন। এবার ভৈরব গুদামে চালের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও ধান সংগ্রহের কোন লক্ষ্যমাত্রা দেয়া হয়নি। অর্থাৎ সরকারি মূল্যে ধান কেনা হবেনা।

সরকার এবার বোরো চাল ক্রয় করবে প্রতি কেজি ৩৮ টাকা এবং ধান ২৬ টাকা দরে। এবার ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা না দেয়ার কারনে স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছে। কারণ ভৈরব বাজারে বর্তমানে ধান বিক্রি হচ্ছে প্রতি মন ৬/৭ শ টাকায়। এতে প্রতি কেজির মূল্য পড়ে ১৮/১৯ টাকা।

বর্তমান দরে কৃষকরা বাজারে ধান বিক্রি করে লোকসানের সম্মূখীন বলে জানায় একাধিক কৃষক। আজ সোমবার পর্যন্ত ভৈরব খাদ্য গুদামে প্রায় ৭ শ মেঃ টন চাল সরকারী মূল্যে কেনা হয়েছে বলে জানায় খাদ্য কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। এই গুদামে আগের পুরাতন চাল ২ হাজার মেঃ টন মজুত আছে বলে জানা যায়। ফলে গুদামে মজুতের ধারন ক্ষমতা হিসেব করে এবার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

ভৈরব খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, স্হানীয় রাইস মিলগুলি থেকে এবার সরকারী মূল্যে চাল কেনা হচ্ছে। চলতি দুই সপ্তাহের মধ্য ৭ শ মেঃ টন চাল সংগ্রহ করা হয় বলে তিনি জানান।

ওএফ

খাদ্য,গুদামে,সরকারি,মূল্যে,চাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close