• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাকাতির মামলায় মেয়রের ভাই আটক

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১৪:৪৪
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় ডাকাতির মামলায় নড়িয়া পৌরসভার মেয়র ছোট ভাই রা‌সেল রাড়ীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ বিষ‌য়ে শ‌নিবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে শরীয়তপুর পু‌লিশ সুপার কার্যাল‌য়ের সভা ক‌ক্ষে জেলা পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন জেলার কর্মরত সাংবা‌দিক‌দের নি‌য়ে প্রেস ব্রি‌ফিং ক‌রে‌ছেন।

প্রেস ব্রি‌ফিংয়ে পু‌লিশ সুপার জানান, ২৩ মে মধ্যরা‌তে নড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্য লোনসিং গ্রামের মো. সি‌দ্দিকুর আমিন (লাভলু চৌকিদার) বাড়িতে ৭ থে‌কে ৮ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে যায়। ওইদিন বাড়ির মালিক লাভলু চৌকিদার ঢাকায় ছিলেন। তার মা, স্ত্রী ও মে‌য়ে বা‌ড়ি‌তে ছিল।

সম্পর্কিত খবর

    এ সময় ডাকাত দল ঘরের কেচি গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ঘরের ভিতরে সবাইকে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ডাকাতি করে। তখন ডাকাতরা আলমারী, স্যুকেস ও ওয়া‌ড্রোপ ভেঙ্গে ৪৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৯টি মোবাইল সেট নিয়ে যায়।

    এ সময় লাভলু চৌকিদারের স্ত্রী রেখা বেগম চিৎকার কর‌লে, চিৎকার শুনে আশেপাশের লোকজন ছু‌টে আসলে ডাকাতরা ডাকা‌তি ক‌রে পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি এসে লাভলু চৌকিদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তা‌দের‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close