• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘রূপপুরে পরমাণু চুল্লি চালু হলে রাবি শিক্ষকদের গবেষণা দ্বার খুলবে’

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৮, ২০:৩০
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান বলেছেন, দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে পঠন-পাঠন চলছে। রূপপুরে পরমাণু চুল্লি চালু হলে সেটিকে ল্যাব হিসেবে ব্যবহার করা হবে। যাতে নিউক্লিয় প্রকৌশল ও প্রযুক্তিতে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী বিশ্বমানের প্রশিক্ষণ ও গবেষণা কাজ করতে পারবেন। যা দেশে পরমাণু গবেষণার ক্ষেত্রে নতুন বাতায়ন উন্মোচন করবে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী আয়োজিত সেমিনারের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম মর্ত্তুজার সভাপতিত্বে সেমিনারে ‘বাংলাদেশে নিউক্লিয় বিদ্যুৎশক্তির গুরুত্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।

অনুষ্ঠানে ভিসি আরও বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের জন্য প্রচেষ্টা এটাই প্রথম নয়, এর শুরু হয়েছিল ১৯৬২ সালে। যা স্বাধীনতার পরেও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার উদ্যোগে সেই প্রচেষ্টা এগিয়ে যায়। সরকার তাঁর উদ্যোগকে বাস্তবে রূপদান করতে পূর্বনির্ধারিত রূপপুরে পারমানবিক চুল্লি স্থাপনের কাজ শুরু করে। গত ১৪ জুলাই প্রধানমন্ত্রী সেখানে দ্বিতীয় ইউনিটের কাজও উদ্বোধন করেছেন। এই চুল্লি স্থাপনের ফলে তুলনামূলকভাবে সস্তা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশে চিকিৎসা ও পরমাণু গবেষণা ক্ষেত্রে যুগান্তকারী উন্নতি ঘটবে।

সেমিনারে অন্যদের মধ্যে রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওলেগ তাসলিকভ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভুইয়া, প্রকৌশলী মো. আলী জুলকারনায়েন প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপকগণ সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

বাংলাদেশ সরকারের পারমানবিক শক্তি তথ্যকেন্দ্রের উদ্যোগে ‘পরমাণু বিজ্ঞান সপ্তাহ’ এর অংশ হিসেবে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস্ ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান প্রমূখ।#

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close