• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আড়াই ফুট গাছে শুধু আম

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ০৯:৪৩ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০৯:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

কংক্রিটের মহানগরীতে সবুজের মুগ্ধতা ছড়াচ্ছে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে আয়োজিত মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০১৮। ফুল, ফল আর বিভিন্ন গাছে ছেয়ে আছে মেলার প্রাঙ্গণ। যা দর্শনে ছুটে যাচ্ছেন নানা বয়সী মানুষ। প্রতিদিনই বাড়ছে ভিড়। মেলায় ফলদ ও ফুলের গাছ বেশি বিক্রি হচ্ছে। তবে প্রধান আকর্ষণ আড়াই ফুটের আম গাছ। এই গাছে রয়েছে শুধু আম আর আম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেলায় ১৩ প্রজাতির আম গাছের চমক রয়েছে। এ ছাড়াও রয়েছে নানা জাতের নানা উচ্চতার বিভিন্ন গাছ। খাটো গাছগুলোর শাখা-প্রশাখায় ঝাঁপিয়ে এসেছে টসটসে রসালো আম, লেবু, জাম্বুরা, চায়না কমলা, আমড়া, আমলকী, লটকন, লাল করমচা, থোকায় থোকায় জামরুল, কামরাঙ্গা, পেঁপে, পেয়ারাসহ বাহারি ফল।

এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য হলো- ‘সবুজে বাঁচি। সবুজ বাঁচাই। নগর-প্রাণ-প্রকৃতি সাজাই।’ মেলা চলবে এক মাস। শেষ হবে ১৮ আগস্ট। গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, ঝিরিঝিরি বাতাসের স্নিগ্ধতায় অনেক দর্শনার্থী পছন্দের গাছ দেখছেন।

/এসএম

আম
  • নিউজ ট্যাগ:
  • আম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close