• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে ২.৫ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১০
জামালপুর সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের বিক্রি হওয়া ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার রাত ১১টায় উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি গুদামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুনের নেতৃত্বে অভিযান চালায়।

পরিস্থিতি টেরপেয়ে ঘর মালিক মাসুদ সরকার ও কালোবাজারী ছামিউল ইসলাম পালিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতপোয়া ইউনিয়নের জন্য খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন কর্মসূচির চাল কিনে পরিষদ ভবন সংলগ্ন গুদামে জমা করেন শান্ত এন্টারপ্রাইজের মালিক কালোবাজারী ছামিউল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় গুদামের তালা ভেঙে খাদ্য অধিদপ্তরের ৪৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি করে) চাল জব্দ করা হয়। ট্রাকে ভরে জব্দ করা চালগুলো রাতে থানা পুলিশের হেফাজতে রাখার পর রবিবার সেগুলো উপজেলা খাদ্য গুদামে জমা দেয়া হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন জানান, জব্দকৃত চালগুলো সাতপোয়া ইউনিয়ন এলাকার জন্য সরকারি বরাদ্দের। তবে কোন কর্মসূচির তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জামালপুর,চাল উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close