• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৭:০৮
নেত্রকোনা প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের বোবাহালা গ্রাম সংলগ্ন সোমেশ্বরী ও বালস নদীর মোহনা থেকে আব্দুল মতিন ওরফে চান্দের বাপ (৮০) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

রোববার (১৪ অক্টোবর) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার শ্রীরাম খিলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ আব্দুল মতিন ওরফে চান্দের বাপ গত শুক্রবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসে নাই। তার পরিবারের লোকজন অনেক খোজাঁখুজির পর তার কোন সন্ধান পায়নি। রোববার সকালে বোবাহালা গ্রামের লোকজন সোমেশ্বরী ও বালস নদীর মোহনায় বৃদ্ধের লাশ ভাসতে দেখে নেত্রকোনা মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে লাশের পরিচয় সনাক্ত করেন। পরিবারের দাবি আব্দুল মতিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান নদী থেকে লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধ আবদুল মতিন পানিতে পড়ে মারা গেছেন। স্বজনদের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/পি.এস

নেত্রকোনা,লাশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close