• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়ায় অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৯:০৯
বগুড়া প্রতিনিধি

বগুড়ার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২।

রবিবার (১৪ অক্টোবর) রাতে বগুড়া রেলওয়ে স্টেশন রোড পিকআপ ষ্ট্যান্ডের সামনে কেন্দ্রীয় মসজিদ এর পশ্চিম পার্শ্ব থেকে মোঃ আলী হাসান (২৬) ও মোঃ হারুন অর রশিদকে (২৫) আটক করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, র‌্যাবের অভিযানিক দল বগুড়া রেল ষ্টেশন এলাকায় একদল অজ্ঞান পার্টির লোকজন অপেক্ষা করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্ষন গ্রামের মৃত রমজান আলীর পুত্র মোঃ আলী হাসান ও বগুড়ার কাহালু উপজেলার সাবাসপুর গ্রামের মোঃ শরীফ উদ্দিনের পুত্র মোঃ হারুন অর রশিদকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক কেমিক্যালস ২০ মি.লি, ২টি মোবাইল ৩টি মোবাইল সিম, ১ রতি ১ পয়েন্ট ওজনের নাক ফুল ১টি ও নগদ ১ হাজার ৬৫ টাকাসহ আটক করে।

স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার এসএম মোর্শেদ হাসান জানান, অজ্ঞান পার্টির সদস্যরা বগুড়া জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন যানবাহনের চালক অথবা যাত্রীকে চেতনা নাশক কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে টাকা-পয়সা, স্বর্ণলংকার ও যাবতীয় মালামাল লুটে নেয়। আটককৃত অজ্ঞান পার্টির বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close