• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: উপাচার্য

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১৬:২৬
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেছেন, ‘ভর্তি পরীক্ষায় যারা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও মুদ্রণের কাজে নিয়োজিত তাদের দ্বারাই প্রশ্ন ফাঁসের সম্ভাবনা থাকে। আমি বিশ্বাস করি- আমার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সেইটুকু সততা আছে। দল-মত নির্বিশেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে আসছেন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।’

সম্পর্কিত খবর

    শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাবি উপাচার্য।

    উপাচার্য বলেন, ‘অতীতের ভর্তি পরীক্ষার দিকে নজর দিলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের নজির পাওয়া যাবে না। এখানে যথেষ্ট গোপনীয়তা ও নিয়ম রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমরা চাই না- দেশের অন্যতম শ্রেষ্ঠ এ বিদ্যাপিঠে প্রশ্ন ফাঁসের মতো অনাকাঙ্খিত ঘটুক। সেরা মেধাবীদের পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে আমরা ভর্তি করাতে চাই। এজন্য প্রশাসন ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সতর্ক রয়েছে।’

    অধ্যাপক আব্দুস সোবহান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনসহ পুরো ভর্তি প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করা হয়। এখানে প্রক্সির মাধ্যমে জালিয়াতিরও কোনো সুযোগ নেই। জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। আমরা সর্বোচ্চ সর্তকাবস্থানে থাকবো। সূ²ভাবে যদি কেউ অপরাধ করা চেষ্টা করে, সেটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাক্ষাতকার দেওয়ার সময়ও যদি ধরা পড়ে, তাহলে তার ভর্তি বাতিলের নির্দেশনা দেয়া আছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধ করতে সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।’

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আঞ্জুমান বানু, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমূখ।

    সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তৃতায় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কর্মকার জানান, আগামী ২২ ও ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ধরনের আয়োজন ইতোমধ্যে শেষ পর্যায়ে। এবার ভর্তি পরীক্ষায় ৫টি ইউনিটের আওতায় মোট ৮৮ হাজার ৫শো ৪৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

    তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির নির্দেশনায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত, মেডিকেল টিমসহ বিভিন্ন টিম কাজ করবে। ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও টিএসসিসি মিলনায়তনে বিশ্রামের ব্যাবস্থা করা হয়েছে।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close