• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারো হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১৩:৫৮
আন্তর্জাতিক ডেস্ক

আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। শুক্রবার (৭ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিন আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিলো। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানায়, ৯৬ বছর বয়সী মাহাথিরের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাহাথিরের অতীতে হৃদযন্ত্রের সমস্যা ছিলো। তার বাইপাস সার্জারি করা হয়েছিলো। তিনি মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মোট ২৪ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি টানা ক্ষমতায় ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালেই সেই প্রশাসন ভেঙে পড়ে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মাহাথির মোহাম্মদ,ভর্তি,হাসপাতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close