• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুক লাইভে এসে আত্মঘাতী একই পরিবারের তিনজন

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১৮:১৭ | আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:১৯
আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিনজন। রোববার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির সমুদ্র সৈকত লাগোয়া জঙ্গলের কাছে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে তথ্য জানায়।

এতে জানানো হয়, মৃতদের নাম শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)।

জানা গেছে, কয়েকদিন আগেই স্বনির্ভর গোষ্ঠীর অর্থ তছরুপের অভিযোগ ওঠে ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা পুনম দাস নামে এক মহিলার বিরুদ্ধে। এরপরই শনিবার রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা সদস্য চড়়াও হয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, পুনমের সামনেই তার বাবা শ্যামল, মা রীতাকে চূড়ান্ত অপমান করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাদের মারধর করা হয়। হুমকিও দেওয়া হয়।

শনিবার রাতেই কুলপি থানায় অভিযোগ দায়ের করে নস্কর পরিবার। তারপর রোববার সকালে স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে চলে আসেন তারা। সেখানে অভিযেক (সম্পর্কে পুনমের ভাই)-এর ফোনে ফেসবুক লাইভ করে তারা আত্মহত্যা করেন।

জানা গেছে, পুনম বিবাহিতা। পুনমের স্বামী মিঠুন দাস মাছের আড়তের কর্মী।

ঘটনার তদন্তে নেমে পুনম ও মিঠুনকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুনমের বাড়িতে এসে হুমকি দেওয়ায় অভিযুক্ত পাঁচ মহিলাকেও আটক করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

বাবা-মা-ভাই,আত্মঘাতী,ফেসবুক,লাইভ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close