• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সু চির আরও ৪ বছরের জেল

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২২, ১১:৪৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৫১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জানুয়ারি) দেশটির একটি আদালত এই রায় দেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

লাইসেন্স বিহীন ওয়কিটকিসহ বেশ কয়েকটি মামলায় অং সান সুচিকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমারে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সুচির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। এসব মামালায় সম্মিলিতভাবে তার একশ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী৷ এরপর অভ্যুত্থানের সমালোচনা করে বিবৃতি দিয়েছিল সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এনএলডি৷ সেই বিবৃতিকে ভিত্তি করে করা মামলার বিচারে সু চি ও উইন মিন্টকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়৷

আর করোনার নিয়ম ভঙ্গ করার জন্য আরো দুই বছর করে কারাদণ্ড পান তারা৷ গতবছর আয়োজিত নির্বাচনের সময় (যেটাতে এনএলডি নিরঙ্কুশ জয় পেয়েছিল) ঐ দুইজন করোনার নিয়ম ভাঙেন বলে অভিযোগ করা হয়েছিল৷

পূর্বপশ্চিম/এসকে

অং সান সু চি,মিয়ানমার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close