• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতে একদিনে আড়াই লাখ আক্রান্ত

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৭
নিজস্ব প্রতিবেদক

ভারতে ঝরের গতিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় আড়াই লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৫৩ হাজার বেশি। গত আট মাসের মধ্যে এই প্রথম ভারতে দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি পার করল। সর্বশেষ এই পরিসংখ্যানসহ ভারতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। একইসঙ্গে হাসপাতালে ভর্তির সংখ্যাও তুলনামূলক ভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনের।

গত কয়েক দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছেছে ১৩ দশমিক ১১ শতাংশে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে ভারতের মোট ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের ওপরেই রয়েছে। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যাও। সর্বশেষ পরিসংখ্যানসহ ভারতে ওমিক্রনে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে বৃহস্পতিবার ৪৬ হাজার ৭২৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে নতুন আক্রান্তের সংখ্যা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২২ হাজারের বেশি।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮৪ হাজার ৮২৫ জন। বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ।

পূর্বপশ্চিম/এসকে

ভারত,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close