• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

করোনায় মৃত্যু বাড়াতে দায়ী জিন আবিষ্কার

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২২, ১৩:২৭
আন্তর্জাতিক ডেস্ক

করোনায় আক্রান্তদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে এমন একটি জিন শনাক্ত করেছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। ভারতে আনুমানিক ২৭ শতাংশ মানুষের মধ্যে এই জিন থাকতে পারে।

শুক্রবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

বিয়ালস্টক মেডিক্যাল ইউনিভার্সিটির এই গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসে মৃত্যুঝুঁকি বাড়ানো জিন পোল্যান্ডের জনগোষ্ঠীর ১৪ শতাংশের মধ্যে উপস্থিত থাকতে পারে। এছাড়া ইউরোপজুড়ে এর হার নয় শতাংশ। তবে ভারতে আনুমানিক ২৭ শতাংশ মানুষের মধ্যে এর দেখা মিলতে পারে।

গবেষকদের মতে, বয়স, ওজন ও লিঙ্গের পরে করোনায় অসুস্থতার তীব্রতা নির্ধারণে চতুর্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কারণ এই জিন। প্রায় দেড় হাজার মানুষের ওপর এ গবেষণা চালানো হয়।

পোল্যান্ডে করোনায় উচ্চ মৃত্যুহারের সম্ভাব্য আরেকটি ব্যাখ্যা হতে পারে এই আবিষ্কার। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যেই এক লাখ মৃত্যুই পোল্যান্ডে হয়েছে।

পোল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করতে সাহায্য করবে নতুন আবিষ্কারটি। এ কারণে সম্ভাব্য রোগীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার সঙ্গে জেনেটিক পরীক্ষাও যোগ করার পরিকল্পনা করছে দেশটি। আগামী জুন মাসের শেষের দিকেই শুরু হতে পারে এ কার্যক্রম।

পূর্বপশ্চিম/এসকে

করোনাভাইরাস,জিন শনাক্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close