• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

দুই হাজার ৮শ’ সদস্যকে বরখাস্ত করলো তালেবান

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:২৭
আন্তর্জাতিক ডেস্ক

‘অপরাধমূলক কাজের’ সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ২ হাজার ৮৪০ সদস্যকে বরখাস্ত করেছে তালেবান। শনিবার (১৫ জানুয়ারি) তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যানেলপ্রধান লতিফুল্লাহ হাকিমি এএফপিকে বলেন, তারা ইসলামিক আমিরাতের বদনাম করছিলো। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা ভবিষ্যতে পরিচ্ছন্ন একটি সেনা ও পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন, বরখাস্ত হওয়া সদস্যরা দুর্নীতি, মাদক ও মানুষের ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। অনেকের আবার জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো। আফগানিস্তানে ১৪টি প্রদেশ থেকে এখন পর্যন্ত সদস্যদের বরখাস্ত করা হয়েছে। বাকি প্রদেশগুলোতেও এ কার্যক্রম চলবে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

তালেবান,বরখাস্ত,সদস্য,সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close