• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারত থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ১২:১০
আন্তর্জাতিক ডেস্ক

ভারত থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ফিলিপাইন। এ জন্য নয়াদিল্লির সঙ্গে প্রায় ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে একটি চুক্তি চূড়ান্ত করেছে ম্যানিলা। খবর রয়টার্সের।

শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভারত থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কথা জানান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা।

ফেসবুক পোস্টে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা বলেন, ভারত সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ব্রাহ্মস অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্রের তিনটি ব্যাটারি, অপারেটর ও রক্ষণাবেক্ষণকারীদের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত যাবতীয় লজিস্টিক সহায়তা দেবে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ফিলিপাইন,ভারত,ক্ষেপণাস্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close