• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়ি, নিহত ৬

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ১১:১২
আন্তর্জাতিক ডেস্ক

ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু এবং আহত হয়েছে বহু দর্শক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া। খবর বিবিসির।

স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিলো না।

কর্মকর্তারা জানিয়েছেন যে, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

নিহত,হুড়োহুড়ি,ফুটবল,খেলা,ক্যামেরুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close