• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

মালি-গিনির পর এবার বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ১২:০০
আন্তর্জাতিক ডেস্ক

মালি ও গিনির পর এবার পশ্চিম আফ্রিকার আরেক দেশ বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থানে সরকার পতনের ঘটনা ঘটলো।

সোমবার (২৪ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে ক্ষমতাচ্যুত করেছে সেনাবাহিনী। আগের দিন রোববার (২৩ জানুয়ারি) দিনভর গোলাগুলির পর সোমবার সন্ধ্যায় সরকার পতনের এ ঘোষণা দেয় দেশটির সামরিক বাহিনী।

লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা স্বাক্ষরিত ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অন্য একজন কর্মকর্তা পড়েন। তাতে বলা হয়েছে, সহিংসতা ছাড়াই ক্ষমতা দখল করা হয়েছে এবং আটককৃতরা নিরাপদ স্থানে আছেন।

এ নিয়ে গত ১৮ মাসের মধ্যে পশ্চিম আফ্রিকার তৃতীয় দেশ বুরকিনা ফাসো’তে সেনা অভ্যুত্থান ঘটলো। এর আগে প্রতিবেশী মালি ও গিনিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। তার কিছু আগে মধ্য আফ্রিকার দেশ শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি দেশটির বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান। এরপর সেখানেও ক্ষমতা হাতে নেয় সেনাবাহিনী।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সেনা অভ্যুত্থান,বুরকিনা ফাসো,মালি-গিনি,সরকার,পতন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close