• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ইউক্রেন আক্রমণ করলে পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২২, ১৫:৫২
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করবেন বলে হুশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এ হুশিয়ারি দেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাইডেন বলেন, রাশিয়া তার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিলে তা বিশ্বের ওপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। ইউক্রেনের সীমান্ত পেরিয়ে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে বিশ্বব্যাপী বিশাল পরিণতি ডেকে আনা এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযানের সূত্রপাত হতে পারে।

এ ছাড়াও, ইউক্রেনে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিক্রিয়া জানাতে ভুল করবে না বলে হুশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যদের বিরুদ্ধে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে। ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা করার কথাও অস্বীকার করে আসছে দেশটি। তবে মস্কো সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাইডেন যে শান্তি বজায় রাখার জন্য উদ্যোগী হয়েছেন, তাতে তিনি খুশি।

পূর্বপশ্চিমবিডি/জেএস

রাশিয়া,ইউক্রেন,ভ্লাদিমির পুতিন,ভলোদিমির জেলেনস্কি,জো বাইডেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close