• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতের পররাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ১৫:৫০
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

    প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

    ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনাসংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।

    ওইদিন সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।

    উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনায় আক্রান্ত হয়েছিলেন।


    পূর্বপশ্চিম/এসকে

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close