• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতে একদিনেই আড়াই লাখের বেশি আক্রান্ত

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ১৮:১৭
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩২৭ জনে। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৫৭৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৫১ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৯ জনে।

গত মঙ্গলবার থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের নীচে রয়েছে। সে ধারা অব্যাহত ছিল শুক্রবারও।

বৃহস্পতিবার দেশটিতে সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৫৯ শতাংশ। শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও সামান্য কমে হয়েছে ১৭ দশমিক ৪৭ শতাংশ।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে করোনাভাইরাসে সক্রিয় রোগী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখের বেশি। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট সংক্রমণের ৫ দশমিক ১৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার এই হার ছিল ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

পূর্বপশ্চিম/এসকে

ভারত,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close