• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন যারা

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭ | আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম সারিতে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম।

প্রাথমিক বাছাইয়ের শীর্ষে আরো রয়েছেন রয়েছেন পোপ ফ্রান্সিস, ব্রিটিশ পরিবেশবিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিানোস্কায়ার।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে কাজ করা হাজারও ব্যক্তিকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন নরওয়েজিয়ান আইনপ্রণেতারা।

    ২০২২ সালের মনোনীতদের তালিকায় আরও রয়েছেন ডেনমার্কের আলোচিত কিশোরী গ্রেটা থুনবার্গ, মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, দ্বীপরাষ্ট্র টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট।

    দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এ বিষয়ে কিছু জানায়নি। প্রায় অর্ধশতক ধরে পুরস্কার ঘোষণার আগে মনোনীতদের পরিচয় গোপন রেখে আসছে কমিটি। কিন্তু মনোনয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু নাম প্রকাশ করে থাকেন।

    পূর্বপশ্চিম- এনই

    নোবেল শান্তি পুরস্কার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close