• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানের দুই সেনাঘাঁটিতে রাতভর হামলা, নিহত ২০

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫২ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০০
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। হামলায় ৭ জন সেনা সদস্য ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতভর এসব হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে বেলোচ লিবারেশন আর্মি (বিএলএফ)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

বিএলএফ এক বিবৃতিতে বলেছে, সেখানে (বেলুচিস্তান) আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরকভর্তি গাড়িও ছিল। এতে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছে।

এ হামলার পর একটি ভিডিও বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, ‘আমাদের সেনারা হামলার পাল্টা জবাব দিয়েছেন। ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন। সেখানে আরো চার–পাঁচজন সশস্ত্র সদস্য রয়েছেন তাদের মোকাবিলা করবেন সেনারা।’

উল্লেখ্য, এর আগে বেলুচিস্তানের আরেক শহর গোয়াদারে হামলা চালানো হয়। ওই হামলায় ১০ সেনা সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

পাকিস্তান,বিএলএফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close