• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বে তৃতীয়। এছাড়া ৪ কোটি সাড়ে ১৯ লাখ সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনা’র বৈশ্বিক পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, ভারতে এ পর্যন্ত ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৮৭ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৩৮ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৮৯ জন রোগী ও মারা গেছে ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩০ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ১৫১ জন।আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪১২ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ লাখ ২০ হাজার ৮২৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৩০ হাজার ১ জন, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।ফ্রান্সে ২ কোটি ১ লাখ ৪৭ হাজার ৩৪১ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৮৫২ জন।পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৩২ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৫৭ হাজার ৭৩০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৪৯৪ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১১ হাজার ৫৯৬ জন জন শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

পূর্বপশ্চিম/এসকে

ভারত,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close