• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দ্বিতীয় বিয়ের মন্ত্রপাঠের সময় সন্তানসহ হাজির স্ত্রী, অতঃপর...

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪ | আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৭
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি বাড়িতে বিয়ের সব আয়োজন চলছিলো। বর-কনে বিয়ের পিঁড়িতে বসতে যাবেন ঠিক সেই মুহূর্তে দুই শিশুকে নিয়ে হাজির হন এক নারী। তিনি চিৎকার করে বলতে থাকেন, মণ্ডপে বর বেশে বসে থাকা ব্যক্তি তার স্বামী।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আসানসোলের হাটন রোডে একটি হোটেলে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। আসানসোল বুধা এলাকার এক নারীর সঙ্গে স্থানীয় বাসিন্দা পঙ্কজ পাসোয়ানের বিয়ে হওয়ার কথা ছিল।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিয়ের মন্ত্রপাঠ শুরু হওয়ার সময় দুই শিশুকে সঙ্গে এনে মণ্ডপের সামনে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন এক নারী। নিজেকে বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া ওই ব্যক্তির স্ত্রী বলে পরিচয় দেন তিনি। জানান, তিনি বিহারের জামুইয়ের বাসিন্দা। সাত বছর আগেই তার সঙ্গে পঙ্কজের বিয়ে হয়েছে। সঙ্গে থাকা দুই শিশুও তাদেরই সন্তান।

তার দাবিতে অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। ওই নারী আরও জানান, মাস চারেক আগে পঙ্কজ তাকে তার বাপের বাড়িতে রেখে এসেছিলেন। স্বামী নতুন বিয়ে করতে চলেছে, কিছুদিন আগে তা জানতে পেরে সন্তানদের নিয়ে আসানসোলে ছুটে আসেন তিনি। এমনকি সারা রাত কিছু না খেয়েই আসানসোল স্টেশনে কাটিয়েছেন। অতিথিদের এক জন জানান, ওই নারী থানায় অভিযোগ দায়ের করার হুমকি দিতেই তৎক্ষণাৎ মণ্ডপ ছেড়ে পালান পঙ্কজ।


পূর্বপশ্চিম/এসকে

ভারত,পশ্চিমবঙ্গ,বিয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close