• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিভিশন ভাষণে তিনি ওই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রুশ প্রেসিডেন্টের অভিযান থামাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন বৈঠকে বসেছে তখনই এই অভিযানের ঘোষণা দেন পুতিন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুতিন বলেন, 'রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। আর এটা এখন সময়ের ব্যাপার মাত্র যখন ইউক্রেনীয় সেনারা অবিলম্বে অস্ত্র নামিয়ে রাখবে এবং বাড়ি ফিরে যাবে।'

ইউক্রেনকে সতর্ক করে পুতিন বলেন কোনও রক্তপাত হলে তার জন্য তারাই দায়ী হবে।

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই পদক্ষেপের ফলে ইউরোপে বড় যুদ্ধের সূচনা হতে পারে। বুধবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলনস্কি এই সতর্কবার্তা দিয়েছেন।

জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছে। সংকট নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আলোচনার আমন্ত্রণে সাড়া দেননি।

ইউক্রেনের সীমান্তে অবস্থান নেওয়া রুশ সেনাদের উল্লেখ করে তিনি বলেন, ‘মস্কোর নেতৃত্ব অন্য দেশের ভূখণ্ডে তাদের এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে এবং এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।’

জেলনস্কির দাবি, ইউক্রেন সীমান্তে রাশিয়া ‘প্রায় দুই লাখ সেনা ও কয়েক হাজার সশস্ত্র যান মোতায়েন করেছে।’

রাশিয়ান নাগরিকদের কাছে শেষ মুহূর্তে নাটকীয় আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কথা শুনুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়। ইউক্রেনের কর্তৃপক্ষ শান্তি চায়।’

পূর্ব পশ্চিম/জেআর

পুতিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close