• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রের দেওয়া পালানোর প্রস্তাব প্রত্যাখান ইউক্রেন প্রেসিডেন্টের

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৯ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬
পূর্বপশ্চিম ডেস্ক

রাশিয়ার সামরিক হামলায় বিপর্যয়ের মুখে পড়েছে ইউক্রেন। ভেঙে পড়ছে দেশটির সব প্রতিরোধ। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এই কথোপকথনের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।

যুক্তরাষ্ট্রের দেওয়া এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে বলেন, আমার দেশে যুদ্ধ চলছে। আমার এখন সামরিক সহায়তা দরকার, দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়। তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিনী জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন।

এদিকে হামলার তৃতীয় দিন শনিবারও কিয়েভের পেরেমহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের একটি সেনাঘাঁটিতে মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে।

এর আগে দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছে রুশ সেনারা। এ সময় মুহূর্মুহূ বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ। এদিকে কিয়েভের কাছে একটি বিমানঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

পূর্বপশ্চিম-এনই

ইউক্রেন প্রেসিডেন্ট,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close