• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনের আহবান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ১৫:৩২ | আপডেট : ০১ মার্চ ২০২২, ১৫:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি রুশ বিমানের জন্য ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ তৈরির বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেনের আহবান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

সোমবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রুশ বিমানবাহিনী বোমা হামলা শুরু করলে জলোনেস্কি এই আহ্বান জানান।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর রাশিয়া ৫৬টি রকেট হামলা, ১১৩টি ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারাদের অভিযোগ, রাশিয়া ১৪ লাখ মানুষের শহর খারকিভে হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষ হত্যা করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এখন ইউক্রেনের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র, প্লেন এবং হেলিকপ্টার ঠেকানোর সময়। তবে নো ফ্লাই জোন কিভাবে এবং কে কার্যকর করবে তা উল্লেখ করেননি জেলেনস্কি।

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা পাঠালেও ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানো এবং ভলোদিমির জেলেনস্কির আহ্বান নাকচ করে দিয়েছে।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, ‘নো-ফ্লাই জোন’ কার্যকর করতে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে গেলে রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করতে হবে। এই কাজ প্রেসিডেন্ট বাইডেন করতে চাইবেন না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বরাবরই বলে আসছেন, রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত চায় না দেশটি।

বাইডেন ইউক্রেনে রুশ হামলা শুরুর আগেই বলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্র একে অপরের দিকে গুলি ছুড়লে তা বিশ্বযুদ্ধে রূপ নেবে।’

-এনএন

যুক্তরাষ্ট্র,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close