• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, সাংবাদিক আটক

প্রকাশ:  ০৫ মার্চ ২০২২, ১২:৪৫
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক স্পেনিশ নাগরিককে গ্রেফতার করেছে পোল্যান্ডের নিরাপত্তা বাহিনী। রুশ সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) একজন এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

গত রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড সীমান্তের কাছের প্রেজমিসল থেকে পাবলো গঞ্জেলা নামে রুশ-বংশোদ্ভূত ওই ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (৪ মার্চ) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (এবিডব্লিউ) বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দোষী সাব্যস্ত হলে তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হতে পারে। পাবলো গঞ্জেলা স্পেনিশ সংবাদমাধ্যম পাবলিকো ও টিভি স্টেশন লা সেক্সটার একজন প্রতিবেদক। স্ত্রী-সন্তান নিয়ে বাস্ক অঞ্চলের ছোট্ট শহর নাবারনিজে বসবাস করেন তিনি।

তার স্ত্রী ওইহানা গোইরিনা বলেন, ‘গত সোমবার (২৮ এপ্রিল) আমাকে তার আটক হওয়ার খবর দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কথা বলতে পারিনি।’

তিনি বলেন, ‘স্পেনের সিএনআই গোয়েন্দা সংস্থার আট কর্মকর্তা বাড়িতে এসে তার স্বামীর আটক হওয়ার কথা তাকে জানিয়েছে। বলা হয়েছে, ইউক্রেনের স্বার্থের বিরুদ্ধে কাজ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী অন্তত তিন মাস তাকে কারাগারে থাকতে হবে।’

গোইরিনা বলেন, ‘আটকের পর তার স্বামীকে কোনো আইনগত সহায়তা কিংবা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। স্বামীর সঙ্গে তিনি দেখা করতে পারবেন কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সাংবাদিকতার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। হয়তো, পোল্যান্ডের সাংবাদিকেরা তাকে নিয়ে স্বস্তিতে ছিলেন না।’

পাবলো গঞ্জেলার স্ত্রী আরও বলেন, ‘সন্তানদের স্বাভাবিক রাখতে তাদের কাছে মিথ্যা বলতে হবে। স্বাভাবিক থাকতে হবে।’

তিনি বলেন, ‘সন্তানরা বারবার জিজ্ঞেস করছে, তাদের বাবা কখন আসবেন? তাদের কী বলব, তা আমার জানা নেই। সম্ভবত, আগামী দশ বছরে তার সঙ্গে দেখা হবে না।’

গঞ্জেলার আইনজীবী গঞ্জালো বয়ই বলেন, ‘তিনি এখনো তার মক্কেলের সঙ্গে দেখা করতে পারেননি। গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তাকে রেসজো কারাগারে রাখা হয়েছে।’

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পোলিশ কর্তৃপক্ষ তাদের এই আটকের ব্যাপারে জানিয়েছে। কিন্তু কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। তাকে কনস্যুলার সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।’

এবিডব্লিউ বলছে, রাশিয়ার স্বার্থে অভিযান পরিচালনা করতেন গঞ্জেলা। সাংবাদিকের ছদ্মবেশে ইউরোপসহ বিভিন্ন এলাকায় তিনি ভ্রমণ করে বেড়াতেন। আটক হওয়ার আগে তিনি ইউক্রেনে ঢোকার চেষ্টা করেন। সেখানে গিয়ে নিজের তৎপরতা চালাতে চেয়েছেন।

পূর্ব পশ্চিম/জেআর

গুপ্তচর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close