• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনের সুমি শহরে রুশ বিমান হামলায় নিহত ১০

প্রকাশ:  ০৮ মার্চ ২০২২, ১৪:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সুমি শহরে রুশ বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।

শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসক দিমিত্র ঝিভিৎস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্ট ও বিবিসির।

দিমিত্র ঝিভিৎস্কি জানান, সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন— শিশুদেরকেও হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই ক্ষমা করব না।

ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১১ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন।


পূর্বপশ্চিম/এসকে

সুমি শহর,ইউক্রেন,রাশিয়া,যুদ্ধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close