• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২

প্রকাশ:  ০৮ মার্চ ২০২২, ১৬:৩২ | আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:০৩
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৬২ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের সদস্য।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।

স্বেচ্ছাসেবী দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু কারো মাধ্যমে ডাকাতরা তাদের পরিকল্পনার কথা জেনে যায়।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অনেক রাজ্যে স্বেচ্ছাসেবকদের দল রয়েছে। যারা গ্রাম ও শহরের মানুষদের নিরাপত্তা দিতে বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ ও দস্যু বাহিনীর বিরুদ্ধে লড়াই প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।


পূর্বপশ্চিম/এসকে

হামলা,নিহত,বন্দুকধারী,সন্ত্রাসী হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close