• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুদ্ধে গেল সেনাবাহিনীতে বাধ্য হয়ে যোগ দেয়া রাশিয়ানরা

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ১০:২২
আন্তর্জাতিক ডেস্ক

বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া কিছু সৈন্য ইউক্রেনে রুশ অভিযানে অংশ নিচ্ছে বলে স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়াতে ১৮-২৭ বছর বয়সের সব পুরুষকেই এক বছরের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় – যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে।

মাত্র একদিন আগেই রুশ প্রেসিডেন্ট পুতিন এধরনের সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কথা অস্বীকার করে বলেছিলেন যে শুধু পেশাদার সৈন্যরাই ইউক্রেনে অভিযানে অংশ নিচ্ছে। তবে আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে যে এরকম কিছু সৈন্য ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এর পুনরাবৃত্তি ঠেকাতে এধরনের প্রায় সব সৈন্যকেই প্রত্যাহার করে নেয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

পূর্বপশ্চিম/এনএন

রাশিয়ান,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close