• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়ার প্রতি নিন্দা জানাতে চীনকে আহ্বান বরিস জনসনের

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১৪:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার ঘটনায় রাশিয়ার প্রতি নিন্দা জানানোর জন্য চীনকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (২০ মার্চ) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান বারিস জনসন। খবর বিবিসি।

তিনি বলেন, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভুল পথ বেছে নিয়েছে। এটা ভালো আর মন্দের লড়াই। সময় বয়ে যাচ্ছে, রাশিয়ার স্বৈরতন্ত্রও পাহাড় চূড়ায় উঠেছে। আমি মনে করি মানুষের জন্য পুতিনের অপরাধ ক্ষমা করা অসম্ভব হয়ে পড়ছে।

এদিকে রাশিয়ার সেনা অভিযান শুরুর ২৪ দিনে ৫২৬ রুশ সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। এ ছাড়াও রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মোরদভিচ রাশিয়ার অষ্টম গার্ডের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

রাশিয়া,ইউক্রেন,চীন,বরিস জনসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close