• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ২১ মার্চ ২০২২, ১৮:১১ | আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

সোমবার (২১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে মার্কিন হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে রোহিঙ্গাদের দুর্দশার ওপর একটি প্রদর্শনী চলছে।

এর মধ্য দিয়ে এই প্রথম এটিকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরআগে রোহিঙ্গা নিধনকে জাতিগত নির্মূল বলে উল্লেখ করে দেশটি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর রোহিঙ্গাদের উপর সহিংসতার বিষয়টি নতুন করে পর্যালোচনার প্রতিশ্রুতি দেন তিনি। প্রায় ১৪ মাস পর এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন।

রয়টার্স জানায়, ওয়াশিংটনে মিয়ানমারের দূতাবাসের কর্মকর্তারা এবং সামরিক জান্তার একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চেয়ে মেইল পাঠানো হয়। কিন্তু রয়টার্সের অনুরোধের কোনো জবাব দেননি তারা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে সেনা অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সামরিক জান্তার হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

পূর্বপশ্চিম- এনই

রোহিঙ্গা,গণহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close