• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আফগানিস্তানে বিবিসি-ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধ

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১৯:১৪
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে বিবিসি ও ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

এক বিবৃতিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা প্রধান তারিক কাফালা বলেন, তালেবানের নির্দেশ আসার পর আফগানিস্তানে পশতু, ফারসি এবং উজবেক ভাষার বিবিসি টিভি নিউজ বুলেটিন বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। সম্প্রচার বন্ধ হওয়ায় ওই তিন ভাষার ৬০ লাখেরও বেশি আফগান সংবাদ সেবা থেকে বঞ্চিত হবেন।

তালেবানকে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কাফালা বলেন, এই লাখ লাখ আফগান, যারা প্রতি সপ্তাহে বিবিসি নিউজ দেখেন, তাদেরকে বিবিসি’র পক্ষপাতহীন সাংবাদিকতা থেকে বঞ্চিত না করা জরুরি।

এদিকে জার্মান সংবাদসংস্থা ডিপিএ আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর ভয়েস অফ অ্যামেরিকার সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও তা স্বীকার করেছেন।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের মধ্যে তালেবানের নির্দেশে বন্ধ হয়েছে ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়চে ভেলে এবং চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্কও।


পূর্বপশ্চিম/এসকে

আফগানিস্তান,বিবিসি,ভয়েস অব আমেরিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close