• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানের স্পিকা‌রের পদত্যাগ

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২২, ০৯:৩৯
আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী ইমরান খান‌কে ক্ষমতাচ্যুত করার বি‌দে‌শি ষড়য‌ন্ত্রের অংশ হ‌তে পার‌বেন না জা‌নি‌য়ে পদত্যাগ কর‌লেন পা‌কিস্তা‌নের সংস‌দের নিম্নকক্ষ জাতীয় প‌রিষ‌দের স্পিকার আসাদ কায়সার। শ‌নিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রা‌তে তি‌নি পদত্যা‌গের ঘোষণা দি‌য়ে‌ছেন।

এর আগে, অনাস্থা ভো‌টের মাধ্য‌মে প্রধানমন্ত্রী ইমরান খা‌নের ভাগ্য নির্ধার‌ণে জাতীয় প‌রিষ‌দের অধি‌বেশন শ‌নিবার সকাল সা‌ড়ে ১০টায় শুরু হ‌লেও তা ক‌য়েকদফা মুলত‌বি ঘোষণা করা হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্পিকার কায়সার বলেন, তিনি মন্ত্রিসভার কাছ থে‌কে গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। এ ন‌থি বিরোধীদলীয় নেতা এবং পাকিস্তানের প্রধান বিচারপতিকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তি‌নি।

আসাদ কায়সার ব‌লেন, আমাদের আইন এবং দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার স্বা‌র্থে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, স্পিকারের পদে থাকব না। যে কার‌ণে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছি।

পূর্ব পশ্চিম/জেআর

স্পিকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close