• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকারি কর্মকর্তা সেজে সেতু চুরি

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২২, ১২:১৩
অনলাইন ডেস্ক

পুকুর চুরি যাকে বলে, সেই ধরনের ঘটনা ঘটল ভারতের বিহার রাজ্যে। সেচ কর্মকর্তা সেজে দিনদুপুরে এই রাজ্যের ৫০০ টন ওজনের ৬০ ফুট দীর্ঘ একটি সেতু ভেঙে নিয়ে গেছেন কিছু লোক। পরে জানা যায়, তারা আসলে সেচ কর্মকর্তা ছিলেন না।

রোববার (১০ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিহার রাজ্যের অমিয়াবর গ্রামে সেচ বিভাগের সরকারি কর্মকর্তা পরিচয়ে কয়েকজন ব্যক্তি ৫০ বছরের পুরনো ৬০ ফুট দীর্ঘ ওই সেতুটি খুলে নিতে যান।

স্থানীয়রা ধারণা করেন, এতো পুরনো পরিত্যক্ত সেতুটি যেহেতু ব্যবহার করা হয় না, তাই হয়তো সরকার সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আগেও সেতুটি প্রতিস্থাপন করতে স্থানীয় সেচ বিভাগের কাছে আবেদন করেছিলেন তারা।

ওই কর্মকর্তারা ভারী যন্ত্রপাতি ও গ্যাস কাটার নিয়ে দুদিনের চেষ্টায় সেতুটি সম্পূর্ণ খুলে ফেলে ভাঙা লোহালক্কড় একটি গাড়িতে তুলে চলে যান।

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার জানান, জনগণের সম্পত্তি নষ্ট করে সেতু চুরির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, প্রায় ৫০ বছরের পুরনো ওই সেতুটি একটি খালের ওপর তৈরি করা হয়েছিল। সেটি পুরোনো হয়ে যাওয়ায় পাঁচ বছর আগে সেতুটির পাশে আরেকটি নতুন সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

ভারতে ভাঙারির ব্যবসা একটি লাভজনক আয়ের উৎস। সরকারি সম্পত্তি থেকে ধাতব অংশ চুরি করে বিক্রির ঘটনা সেখানে অহরহ ঘটে থাকে।

পূর্বপশ্চিম/এনএন

সেতু,সরকারি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close