• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে আহত ১৩

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ২১:২৮
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। সিএনএন, রয়টার্স, আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ছে।

প্রতিবেদনে বলা হয়, ওই হামলার ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ১৩ জনকে।

ঘটনাস্থল থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধারের পর নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, সেখানে কোনো সক্রিয় বিস্ফোরক ছিলো না।

গ্যাসমাস্ক পরা কৃষ্ণাঙ্গ এক সন্দেভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

একটি ছবিতে স্টেশনের মেঝেতে রক্তাক্ত এক যাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে ঘটনার পর স্টেশন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় সম্ভবত একাধিক স্মোক ক্যানিস্টার ব্যবহার করা হয়েছিল।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বাইরে এক ডজনের বেশি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্টেশনটি দিয়ে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আহত,গুলি,নিউইয়র্ক,সাবওয়ে স্টেশন,বন্দুকধারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close