• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে পুরুষদের বেকারত্ব বেড়েছে, কমেছে নারীদের

প্রকাশ:  ০৬ মে ২০২৪, ২২:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

২০২৩ সাল শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। বর্তমানে তা বেড়ে হয়েছে ২৫ লাখ ৯০ হাজার। এছাড়া পুরুষদের মধ্যে বেকারত্ব বেড়েছে, কমেছে নারী বেকারের সংখ্যা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।

বিবিএসের হিসেব বলছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। সেই হিসেবে এ বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি। বর্তমানে বেকারের হার ৩.৫১%, যা ২০২৩ সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি। ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩.৩৬%।

বিবিএস আরও জানায়, গত মার্চ মাস শেষে দেশের ১৭ লাখ ৪০ হাজার পুরুষ বেকার ছিলেন। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (মার্চ-জানুয়ারি) সময়ে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।

বাংলাদেশ,বেকারত্ব,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close