• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুইডেনে সহিংসতায় আহত ৩

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১৫:৫৯
আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দিয়ে ডাকা সমাবেশের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভে দুই পক্ষের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চালানো গুলিতে আহত হয়েছেন ৩ জন।

রবিবার (১৮ এপ্রিল) দেশটির নরসেপিং শহরে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার এ সহিংসতার সূত্রপাত হয়। খবর রয়টার্স

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল স্ট্রাম কুরস পার্টির নেতা রাসমুস পালুদান পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দিয়ে সুইডেনজুড়ে বেশ কয়েকটি সমাবেশের ডাক দেন।

এ সমাবেশ ভণ্ডুল করতে পাল্টা বিক্ষোভও করা হয়। এই বিক্ষোভ দেশটির কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাড়ায়। এনিয়ে কিছু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন তিনজন।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন। অপরাধে জড়িত থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন।

সুইডেনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে গত কয়েক দিন ধরেই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অনেকেই আহত হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এআইএস/জেএস

সুইডেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close