• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারত সফরে বরিস জনসন

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দু’দিনের ভারত সফর এসেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল)সকালে গুজরাটের আহমেদাবাদে অবতরণ করেন তিনি। খবর এনডিটিভির।

বরিস জনসন আগামী শুক্রবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন। তাদের আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, এই সফরে বরিস জনসন ২ দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরের বিষয়টি এগিয়ে নেওয়ার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। এ জন্য আরও বেশি সংখ্যক ভারতীয়কে যুক্তরাজ্যের ভিসা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ এছাড়া এই চুক্তি সাক্ষর হলে ২ দেশের মধ্যকার বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য কয়েক বিলিয়ন পাউন্ড বেড়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতে আসার পথে উড়োজাহাজে বরিস জনসন সাংবাদিকদের বলেন, 'আমি সবসময়ই প্রতিভাবান ব্যক্তিদের আমাদের দেশের আসার পক্ষে। আমাদের অর্থনীতিতে হাজারো (দক্ষ) মানুষের অভাব রয়েছে এবং এক্ষেত্রে আমাদের প্রয়োজনে প্রগতিশীল মনোভাব বজায় রাখতে হবে।'

পূর্বপশ্চিম- এনই

বরিস জনসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close