• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আত্মহত্যার আগে চারজনকে গুলি করেন যুবক

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২২, ১৪:২৮ | আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫:২৬
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আত্মহত্যার আগে বন্দুক হামলায় চারজনকে গুলিবিদ্ধ করেছেন রেমন্ড স্পেনসার নামে ২৩ বছর বয়সী এক যুবক। গুলিবিদ্ধ চারজনের একজন ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের সাবেক সদস্য।

শুক্রবার (২২ এপ্রিল) ওয়াশিংটন রাজ্যের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স এলাকার একটি স্কুলের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন চারজন পথচারী। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে,মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট কন্তে বলেন, আমরা বিশ্বাস করি যে নর্থওয়েস্ট ওয়াশিংটনে হামলার জন্য দায়ী ব্যক্তি মারা গেছেন। সন্দেহভাজন ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে ছিল, সেখানে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা প্রবেশ করতে শুরু করলে তিনি আত্মহত্যা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা এক ভিডিও থেকে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানান কন্তে।

ভিডিওতে দেখা যায়, এপার্টমেন্ট ভবনের পঞ্চম তলার জানালা থেকে গুলি চালানো হচ্ছে। সেখানে ভুল বানানে 'স্কুল শুটিং' লেখা ছিল।

এপার্টমেন্ট ভবনটি এডমন্ড বার্ক স্কুলের পাশে অবস্থিত। ভিডিওটি পোস্ট করার পর স্কুলটি ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা লকডাউন জারি করা হয়। স্পেনসারকে খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে একপর্যায়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তবে পুলিশকে আসতে দেখে আত্মহত্যা করেন স্পেনসার।

পরে ওই এপার্টমেন্ট থেকে আধ ডজনেরও বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রধান জানান, সেখানে এসব অস্ত্র 'স্নাইপার' স্টাইলে সেটআপ করা ছিল।

কন্তে আরও জানান, স্পেনসারের উদ্দেশ্য ছিল তাদের কমিউনিটির সদস্যদেরকে হত্যা ও আঘাত করা।

পূর্বপশ্চিম/এনএন

আত্মহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close