• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানে ফেরার পাসপোর্ট পেলেন নওয়াজ শরীফ

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২২, ০০:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

লন্ডন অবস্থানরত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা নতুন পাসপোর্টটি ১০ বছর মেয়াদি। ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয় এবং সেটি ‘জরুরি’ ক্যাটাগরিতে দেওয়া হয়। খবর জিও নিউজের।

এর আগে, গত মঙ্গলবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নওয়াজ শরিফের অধিকার এবং খুব শিগগিরই তা ইস্যু করা হবে।

শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

পাকিস্তান,নওয়াজ শরীফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close