• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউক্রেন নিয়ে নাক গলালে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

প্রকাশ:  ০২ মে ২০২২, ২২:৫১
আন্তর্জাতিক ডেস্ক

কোনোরকম হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়দিন আগে সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, কৌশলগত নিরাপত্তা' সংক্রান্ত হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ করবে, সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে।

ইউক্রেন বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপের বিষয়ে পুতিন বলেন, বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত যে, রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত।

তিনি আরো বলেন, পশ্চিমারা এখনো অর্জন করতে পারেনি এমন অস্ত্রও আমাদের রয়েছে। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করবো না। আমরা এগুলো ব্যবহার করবো যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টিই আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হুঁশিয়ারি,ব্যবহার,ইউক্রেন,অস্ত্র,ভ্লাদিমির পুতিন,রাশিয়া,প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close