• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিশ্ব করোনায় দেড় কোটি মানুষের মৃত্যু: ডব্লিউএইচও

প্রকাশ:  ০৫ মে ২০২২, ২০:৫৫
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনা মহামারিতে প্রায় দেড় কোটি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনেক দেশ করোনায় মৃত্যু হওয়া মানুষের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। বিশ্বে মাত্র ৫৪ লাখ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এর বাইরেও অনেক সংখ্যাই অন্তর্ভূক্ত হয়নি। ফলে হিসেবের বাইরেই রয়ে গেছে অনেক প্রাণহানির ঘটনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে ৪৭ লাখ মানুষের মৃৃত্যু হয়েছে। সরকারি হিসেবের চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি। বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

সরাসরি কোভিডের কারণে নয়, কিন্তু এর প্রভাবে হাসপাতালে যেতে না পেরে যেসব মানুষের মৃত্যু হয়েছে সেসব মৃত্যুও এই গণনায় অন্তর্ভূক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত ৯৫ লাখ মৃত্যুর মধ্যে ৫৪ লাখের বেশি মৃত্যু হয়েছে সরাসরি ভাইরাসের প্রভাবেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডব্লিউএইচও,মৃত্যু,বিশ্ব,করোনাভাইরাস,মানুষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close