• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইমরান খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন শাহবাজ

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১৪:৩২
আন্তর্জাতিক ডেস্ক

‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (৮ মে) অ্যাবোটাবাদে র‌্যালি ও সমাবেশে অংশ নিয়ে এমন বক্তব্য রাখেন ইমরান খান। ইমরান খানের রোববারের ওই বক্তব্যকে ঘিরে ‘পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

পিএমএল-এন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আখ্যান তৈরি করছে তারাই প্রকৃত ‘মীর জাফর ও মীর সাদিক’।

অ্যাবোটাবাদে সমাবেশে ইমরান খানের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন যে, পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন যে ইমরান খান রাজনীতিতে ষড়যন্ত্র করছেন না, বরং তিনি পাকিস্তানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন। সূত্র: জিও নিউজ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইমরান খান,আইনি,প্রধানমন্ত্রী,শাহবাজ শরিফ,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close