• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৩৭৫২ বেসামরিক নাগরিকের মৃত্যু

প্রকাশ:  ১৮ মে ২০২২, ১৩:১৭ | আপডেট : ১৮ মে ২০২২, ১৩:৪০
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। খবর: আল জাজিরা।

জাতিসংঘ হাই কমিশনের হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) নিশ্চিত করেছে যে, ইউক্রেন যুদ্ধে ৭ হাজার ৮১৪ বেসামরিক হতাহত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৫২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪ হাজার ৬২ জন।

ওএইচসিএইচআর জানায়, রেকর্ড করা বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে বিস্ফোরক অস্ত্র ব্যবহার বিশেষ করে ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়। তবে সংঘাত চলমান থাকায় অনেক স্থান থেকেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাই নিহতের সংখ্যা আরো বেশি হয়ে থাকতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,নাগরিক,ইউক্রেন-রাশিয়া,যুদ্ধ,জাতিসংঘ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close